তৃণমূলে ফিরতে চলেছেন অর্জুন সিং? অব্যাহত দলবদলের জল্পনা। নয়াদিল্লীতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক সেরে ফিরেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আর তারপরই পাটের দাম কমার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তবে জল্পনা থেকে যাচ্ছেই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বৈঠক মোটামুটি ফলপ্রসূ হয়েছে। হাই–প্রাইস যেটা করা হয়েছিল সেটা সোমবার–মঙ্গলবারের মধ্যে হয়তো তুলে নেবে। এছাড়া একটি কমিটি করা হয়েছে চারজন সেক্রেটারিকে নিয়ে। তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ লড়তে হবে। যাতে সমস্যা সমাধান হয়।”
পাশাপাশি তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্রীয় সরকার। আপনি কী তৃণমূল কংগ্রেসে ফিরছেন? উত্তরে অর্জুন সিংহ বলেন, “তৃণমূল কংগ্রেসে আমি যোগ দিতে পারি, এই নিয়ে জল্পনা চলছে। তবে সময় এসবের উত্তর দেবে।” উল্লেখ্য, পাট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অর্জুন সিংহ। বিজেপি নেতারা আকাশপুত্র বলে তোপ দেগে ছিলেন। তাছাড়া ললিপপের রাজনীতি তিনি করেন না বলে জানিয়েছিলেন। পাট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখেছিলেন। জুট কমিশনারের দফতরে বিক্ষোভ পর্যন্ত দেখাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
