তৈরি হবে নতুন বিমানবন্দর, তাই নির্বিচারে গাছ কাটা শুরু হল। সাধারণ মানুষ বিক্ষোভ দেখালেও, সরকারের তরফে চা বাগান সাফ করে বিমানবন্দর তৈরির জায়গা বানানোর নির্দেশ দেওয়া হল। একদিনেই প্রায় হাজার খানেক গাছ কেটে ফেলার পরই এলাকায় ফের উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে আসামে। বৃহস্পতিবার থেকেই আসামের কাচার জেলায় নতুন বিমানবন্দর তৈরির জন্য গাছ কাটার কাজ শুরু হয়েছে। কড়া পুলিশি পাহারায় শতাধিক বুলডোজার চা গাছ উপড়ানোর কাজ শুরু করে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই চা বাগানে গাছ কাটা শুরু হয়। অশান্তি এড়াতে কড়া পুলিশি পাহারা, নিরাপত্তা বাহিনী ও সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রায় লক্ষাধিক গাছ উপড়ে ফেলা হবে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করেছিলেন যে নতুন একটি বিমানবন্দর তৈরি করা হবে। এর জন্য কাচারের ডালু চা বাগানের কিছু অংশ ব্যবহার করা হবে। সরকারের তরফে জানানো হয়েছে ২৫০০ একর জমির উপর ওই বিমানবন্দর তৈরি করতে ৫০ কোটি টাকা খরচ হবে। চা বাগানের মালিকেরা সরকারকে জমি দিতে রাজি হলেও কর্মচারীরা এই সিদ্ধান্তে অত্যন্ত অখুশি।