সপ্তাহের শুরুতেই বড়সড় পতন দেখা গিয়েছিল। এরপর গতকাল ফের একবার পড়েছে টাকার দাম।বৃহস্পতিবার, টাকার দাম এক মার্কিন ডলারের হিসাবে নেমে গিয়েছে ৭৭.৫০ টাকায়। দেশের ইতিহাসে যা কখনও হয়নি। টাকার দামে এই নাগাড়ে পতন দেশের নাগরিকদের জন্য এক অশনি সংকেত বয়ে আনছে। নাগাড়ে এই ভাবে টাকার দামে পতন দেশে মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে তুলবে এমনটাই মনে করা হচ্ছে।
গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার টাকার দাম কমে দাঁড়িয়েছে ৭৭.৫০-এ৷ এক মার্কিন ডলার এখন ওই পরিমাণ টাকার সমান। সকালে ট্রেড করার সময় টাকা শুরু করেছিল ৭৭.৫২ এই হারে৷ এরপর টাকা ট্রেডের সময় প্রথমে ৭৭.৩৬ এবং ৭৭.৬৩ পর্যন্ত নেমে যায়৷ দিন শেষে এক ডলারের হিসাবে টাকার মূল্য দাঁড়ায় ৭৭.৫০। যা আগের থেকে আরও ০.২৫ বেশি। এর আগে টাকা সর্বনিম্ন পড়েছিল ৭৭.২৫ এই অঙ্কে। তার থেকেও কমে যাওয়ায় স্বাভাবিকবাবেই উদ্বিগ্ন দেশের আর্থিক বিশেষজ্ঞ সকলেই। টাকার দামে নাগাড়ে পতন খুব স্পষ্ট ভাবেই মুদ্রাস্ফীতির দিকে ইঙ্গিত করে। দেশে এই মুহূর্তে নাগাড়ে বাড়ছে জিনিসপত্রের দাম। আট বছরের রেকর্ড মুদ্রাস্ফীতি দেশে।