উন্নয়নের কাজে কোনও বাধা বরদাস্ত করা হবে না। কেউ বাধা দিলে তাঁর কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
শুক্রবার সকালে মালদহের ইংরেজবাজারের কাজিগ্রামে প্রসিদ্ধ ধর্মস্থান পীরানাপীর দরগা থেকে বাঁধ রোড পর্যন্ত প্রায় ন’শো মিটার নতুন রাস্তার প্রকল্পের শুভ সূচনা করেন মন্ত্রী। ওই রাস্তার কাজে বরাদ্দ করা হয়েছে ৬০ লক্ষ টাকা। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই সাবিনা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই রাস্তা তৈরির কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। শাসক বা বিরোধী যেই হোন না কেন, এমনকি তৃণমূলের নেতারাও কেউ রাস্তার কাজে বাধা দিলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পীরানাপীর দরগা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। দূর-দূরান্ত থেকে প্রচুর ধর্মপ্রাণ মানুষ এই দরগায় আসেন। হিন্দু -মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ এই দরগাকে অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করেন। এই দরগার যোগাযোগের সুবিধার জন্য প্রায় ১৬ ফুট চওড়া আধুনিকমানের রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। দ্রুত এই কাজ শেষ করা হবে। তিনি এ-ও জানান যে, নতুন রাস্তা তৈরির পাশাপাশি পীরানাপীর দরগার সৌন্দর্যায়ন এবং পীরানাপীর যাওয়ার রাস্তায় একটি সুদৃশ্য তোরণ তৈরি করা হবে।