২০১৯ সালে কাঁথির একটি মামলায় দিলীপ ঘোষের নামে আগ্নেয়াস্ত্র মজুত রাখা সহ মোট ১১ টি ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই মামলা দীর্ঘদিন কাঁথি মহকুমা আদালতে হাজিরা না দেওয়ার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির নামে। শুক্রবার আদালতে হাজিরা দিতে এসে শান্তিকুঞ্জে অধিকারীদের বাড়িতে যান দিলীও৷ বেশ কিছুক্ষণ সেই বাড়িতে ছিলেন তিনি। এ নিয়েই প্রশ্ন করা হলে এবার বিরক্তি উগড়ে দিলেন দিব্যেন্দু অধিকারী।
কেউ বাড়িতে এলে তাঁকে কি তাড়িয়ে দেব? শুক্রবার কাঁথিতে অধিকারী বাড়িতে দিলীপ ঘোষের আগমন সম্পর্কে এমনই মন্তব্য করেন তমলুকের সাংসদ৷ তিনি বলেন, ‘কেউ যদি কারও বাড়িতে যায় তাকে তাড়িয়ে দেবেন নাকি? বিগত দিনে কি আমার বাড়িতে অন্য কোনও রাজনৈতিক দলের লোক আসেনি!’ এরপরেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, কী খাওয়াবেন? জবাবে দিব্যেন্দু বলেন, ‘মধ্যাহ্নভোজন হবে নাকি শরবত খাওয়ানো হবে তা আমি জানি না! বাড়িতে মানুষ গেলে চা খাওয়ানো হয়, তাই খাওয়ানো হবে!’ যা শুনে রাজনৈতিক মহল বলছে, দিলীপের আগমনে দৃশ্যতই বিরক্ত ছিলেন দিব্যেন্দু৷