রাজ্য- রাজ্যপাল সংঘাতের মাঝেই শিক্ষামন্ত্রী- রাজ্যপাল বৈঠক। শুক্রবার প্রায় ৪৫ মিনিট রাজভবনে বৈঠক হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের। বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়। যদিও গোটা বৈঠকে আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।পাশাপাশি আলোচনা হয়েছে উপাচার্য নিয়োগ নিয়েও। তবে উচ্চশিক্ষায় আগামী দিনে রাজ্যপাল যে সহযোগিতা করবেন সেই বার্তাই এদিন শিক্ষামন্ত্রীকে দিয়েছেন বলেও সূত্রের খবর।
বৈঠক শেষে এদিন রাজ্যপাল টুইট করেন। টুইটে করে তিনি এদিন উচ্চশিক্ষায় সহযোগিতার বার্তা রাখার কথাই কার্যত উল্লেখ করেন। প্রসঙ্গত বারবারই উচ্চশিক্ষার প্রসঙ্গ তুলে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। সম্প্রতি রাজ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে বেআইনি বলে সম্বোধন করেছিলেন রাজ্যপাল। শুধু তাই নয়, একাধিকবার এই বিষয় নিয়ে বারবার রাজ্যকে বারবার আক্রমণ করেছেন রাজ্যপাল। এদিনের বৈঠকের পর তা অনেকটাই মিটতে চলেছে বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ।
প্রসঙ্গত উপাচার্য নিয়োগের জন্য রাজ্যপালের মনোনীত প্রতিনিধি, একাধিক বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিয়োগের জন্য রাজ্যপালের মনোনীত প্রতিনিধি-সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয় এই দিনের বৈঠকে বলে সূত্রের খবর। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের তরফে আইন সংশোধনের পরপরই বিভিন্ন সময়ে শিক্ষা দফতরের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যপাল। যদিও উচ্চশিক্ষা দফতর ও একাধিকবার রাজ্যপাল ফাইল ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলেও প্রশ্ন তুলেছে। যদিও এর আগেও এক দফা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যপালের। কিন্তু তারপরেও উচ্চ শিক্ষা দফতরের একাধিক প্রসঙ্গ তুলে বারবার আক্রমণ করেছিলেন রাজ্যপাল। কিন্তু এই দিনের বৈঠকের পর রাজ্যপালের সহযোগিতা বার্তা দেওয়ার মাধ্যমে আগামী দিনে উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের সংঘাত অনেকটাই মিটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এদিনের বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোন প্রতিক্রিয়া দিতে চাননি।