আজ ঐতিহাসিক ১৩ মে। ২০১১ সালে আজকের দিনেই বাম দুর্গের পতন ঘটিয়ে বাংলার মসনদে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতেই ১১ বছর পার করল তাঁর ‘মা-মাটি-মানুষ’-এর সরকার। আজ সেই স্মরণীয় দিনে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আরও একবার মনে করালেন, ‘দিদিই দল ও সরকারের প্রাণ, শক্তি, মুখ, শেষ কথা।’
এদিন টুইটারে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘ঐতিহাসিক ২০১১…পরিবর্তন।ঘরের মেয়েকে বাংলার আশীর্বাদ। দীর্ঘ সংগ্রামের পর সরকার গঠন।সামনে এখনও দীর্ঘ পথচলা।দিদিই দল ও সরকারের প্রাণ, শক্তি, মুখ, শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে।’