প্রতিটি মানুষেরই সহ্য করার একটি সীমা আছে। তা পেরিয়ে গেলে একজন সাধারণ মানুষও কতটা নৃশংস হয়ে উঠতে পারে তারই উদাহরণ তুলে ধরল আমিনুর ইসলামের মেয়ে। প্রতিদিন মদ খেয়ে বাড়িতে এসে তাণ্ডব চালাতেন পেশায় দিনমজুর আমিনুর ইসলাম।
রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা পরিবার। প্রতিদিন অনেক বার বারণ করা সত্ত্বেও মদ খাওয়া বন্ধ করেননি তিনি, বন্ধ করেননি ঝামেলাও। গতকাল, বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতোই মদ খেয়ে বাড়ি ফেরেন তিনি। শেষমেশ সহ্যের সীমা ছাড়ায় তাঁর মেয়ে। বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বসেন তিনি!
ধূপগুড়ি ব্লকের দক্ষিণ ঘরবাড়ি ভোটপাড়া গ্রামের এই ঘটনায় প্রাণে বেঁচে গেছেন আমিনুর। হাসপাতালে ভর্তি করা হয়েছে চল্লিশ বছরের এই ব্যক্তিকে। আমিনুর পাল্টা অভিযোগ করেছন, মদ খেতেন বলে তাঁকে মারধর করত স্ত্রী, মেয়ে, ছেলে। এই ঘটনায় এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।
জানা গেছে, আমিনুরের মাথায় গভীর ক্ষত হয় ধারালো অস্ত্রের কোপে। ফিনকি দিয়ে রক্ত ছোটে। তাই দেখে ভয় পেয়ে বাড়িতেই তাঁকে ফেলে রেখে পালিয়ে যান বউ, ছেলে, মেয়ে। কোনও রকমে ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় পড়ে থাকেন আহত আমিনুর। এর পরে গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করান। মাথায় তিনটে স্টিচ পড়েছে।