কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি জলের বোতলের মূল্য সাড়ে আটশো টাকা! চোখ কপালে উঠলেও এটাই সত্যি। গোয়া সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এই মহার্ঘ জলের ব্যবস্থাই করা হয়েছিল। জানালেন সে রাজ্যের কৃষিমন্ত্রী। অমিত শাহের জন্য এই জল আনা হয়েছিল পানাজি থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম থেকে।
সম্প্রতি জল বাঁচাও কর্মসূচি নিয়ে মানুষকে সচেতন করতে গিয়ে গোয়ার কৃষিমন্ত্রী রবি নাইক অমিত শাহের এই মহামূল্যবাণ জলের কথা জানিয়েছেন। গোয়ার নাগরিকদের তিনি বোঝান, জল অপচয় করলে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে। আগামীদিনে জল সংকটের জেরে দাম কতটা বৃদ্ধই হতে পারে, তা বোঝাতে গিয়েই তিনি অমিত শাহের সাড়ে আটটশো টাকা মূল্যে জলের বোতলের প্রসঙ্গ উত্থাপন করেন। জল এতটাই দুর্লভ হয়ে যেতে পারে, যে মাইলের পর মাইল দূর থেকে বহুমূল্য খরচ করে তা কিনতে হতে পারে। এমনটাই আশঙ্কারবাণী প্রকাশ করেন রবি নাইক।
গোয়ার কৃষিমন্ত্রী বলেন, ‘গত ফেরব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের প্রচারে যখন অমিত শাহ গোয়াতে এসেছিলেন, হিমালয় ব্র্যান্ডের জলের বোতল চেয়েছিলেন। যা পানাজি থেকে ১০ কিলোমিটার দূরে একটি গ্রাম থেকে নিয়ে আসতে হয়েছিল। অমিত শাহের জন্য কেনা ওই মিনরেল ওয়াটারের বোতল পিছু দাম ছিল সাড়ে আটশো টাকা। পাঁচাতারা হোটেলে যে জলের বোতল পাওয়া যায়, তার দামও ১৫০-১৬০ টাকা।’