এবারে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। অনলাইনে জুয়া খেলতেন বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়া। বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিল তাঁর। যা নিয়ে রোজ চলত অশান্তি। ঝুলন্ত দেহ উদ্ধারের দিন কয়েক আগেও নাকি অর্জুন বন্ধুদের কাছ থেকে টাকা ধার করেছিলেন। বিজেপি যখন কাশীপুর মৃত্যু রহস্যে খুনের তত্ত্বেই অনড়, তখন অর্জুনের এহেন কীর্তি সামনে এল। যেখান থেকে স্পষ্ট দেনার দায়ে ডুবে থাকা অর্জুন বেশ কিছুদিন ধরে মানসিক যন্ত্রণায় ছিলেন। অর্জুন পরিচিতদের দাবি, অর্জুনকে নিত্যদিন চাপ দিত পাওনাদাররা।
প্রসঙ্গত, কীভাবে মৃত্যু হয়েছে অর্জুনের তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। তার তদন্তে নেবেই লালবাজারের গোয়েন্দারা জেনেছেন, অনলাইনে জুয়ার প্রতি অর্জুনের ভয়ঙ্কর আসক্তি ছিল। নিত্যদিন জাঙ্গল রামি নামে অনলাইন জুয়া খেলতেন তিনি। এই খেলায় নিত্যদিন হাজার হাজার এমনকী লক্ষাধিক টাকাও জেতা যায়। আবার সবকিছু হারিয়ে ফতুর হওয়া যায়। অর্জুনের প্রতিবেশী এবং পুলিশের অনুমান এই জুয়ার নেশাতেই বাজার থেকে বহু টাকা ধার হয়ে গিয়েছিল অর্জুন। চাপও বাড়ছিল। তদন্তকারীরা দেখছেন এর সঙ্গে অর্জুনের মৃত্যুর কোনও সম্পর্ক আছে কি না। পাওনাদারদের চাপে পড়ে অর্জুন আত্মহত্যার পথ বেছে নিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।