বুধবার সাতসকালে ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহের নৈশভোজ নিয়ে তীব্র জল্পনা ছড়িয়েছিল। সেই রেশ কাটার আগেই কলকাতার মেয়র তথা পরিবহণ মন্ত্রীর বাড়িতে হাজির হলেন টলিউডের ‘মহানায়ক’।
বুধবার সকালেই ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন প্রসেনজিৎ। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। পরে কালো কাঁচে ঢাকা তাঁর গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়।
তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন ফিরহাদ। তাঁর দাবি, দীর্ঘদিনের বন্ধু বলেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রসেনজিৎ। বিষয়টা নিয়ে জল্পনার কোনও কারণ নেই । ফিরহাদের কথায়, ‘ও আমার অনেক দিনের বন্ধু। টানা ২ মাস মুম্বইতে ছিল, ফিরেছে। তাই সকালে দেখা করতে এসেছিল’।
সৌরভের সঙ্গে শাহের সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে, তখন মেয়রের বাড়িতে কেন প্রসেনজিৎ উপস্থিত হলেন এই দুয়ের মধ্যে কি কোনও সংযোগ আছে এই প্রশ্ন উঠতেই ববি হাকিম জানান, তিনি অন্তত ৪০ বার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে খেতে গিয়েছেন, কিন্তু, খবর নেই। এখন অমিত শাহ এসেছেন বলে খবর হয়েছে। শাহের সাক্ষাৎকে বিশেষ গুরুত্ব দিতে চান না তিনি।