স্কুলের পর এবার কলেজের অধ্যক্ষ নিয়োগেও তৎপর রাজ্য সরকার। রাজ্যের প্রায় ২০ শতাংশ কলেজের অধ্যক্ষের পদ ফাঁকা রয়েছে। এবার সেই পদগুলি পূরণে উদ্যোগ নিল উচ্চ শিক্ষা দফতর।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে কলেজ সার্ভিস কমিশন-এর চেয়ারম্যান দীপক করের সঙ্গে বৈঠকও করেন বলে সূত্রের খবর। তার পরেই কলেজ সার্ভিস কমিশন অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল।
রাজ্যে এই মুহূর্তে সরকার নিয়ন্ত্রিত কলেজ রয়েছে ৪৫০টি। ২০১৩ সালের আগে পর্যন্ত রাজ্যের কয়েকশো কলেজ অধ্যক্ষ ছাড়াই পরিচালিত হচ্ছিল। যদিও ২০১৩ সালের পর থেকে চারবার কলেজ সার্ভিস কমিশন অধ্যক্ষ পদে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ করেছে।
২০১৯-এর পর তিন বছর বাদে ফের মঙ্গলবার অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এক মাস ধরে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া করা যাবে।
কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, রাজ্যের ৮০টি কলেজে অধ্যক্ষের পদ ফাঁকা রয়েছে। প্রসঙ্গত, এবার কলেজ সার্ভিস কমিশন অধ্যক্ষ নিয়োগের একাধিক নিয়ম পরিবর্তন করেছে।