একদিনের সফরে আজ আসাম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুয়াহাটিতে তাঁর প্রধান কর্মসূচি। সেখানে দলের রাজ্য দফতরের উদ্বোধন করবেন। তবে তার আগে পুজো দেবেন কামাক্ষ্যা মন্দিরে। বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে।
গোয়ার সঙ্গে সঙ্গেই উত্তর-পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে তৃণমূল। নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরার তৃণমূলে যোগদান। তাঁর হাত ধরেই একের পর এক যোগদান চলছে। এই পরিস্থিতিতে আজ অসমে যাচ্ছেন অভিষেক। রিপুন ছাড়াও সেখানে থাকবেন সাংসদ সুস্মিতা দেব।
বাংলার মতো আসামেও আগামী বছর পঞ্চায়েত ভোট। চব্বিশের ভোটের আগে এই নির্বাচনের মধ্য দিয়েই সংগঠন মজবুত করার সুযোগ রয়েছে তৃণমূলের সামনে। চব্বিশের লোকসভা ভোটেও তারা প্রার্থী দেবে বলে জানিয়েছে। সেখানে রিপুন আর সুস্মিতার সংগঠন পরিচালনার ক্ষমতাকে সামনে রেখেই এগানো হবে। এনআরসি ইসুতে প্রথমেই অসম উত্তপ্ত হয়ে উঠেছিল। দলের প্রতিনিধিদের পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নতুন করে লড়াইয়ে নেমে এই রাজ্যেও যে নিজেদের সংগঠন মজবুত করার কাজ করবে সেটাই স্বাভাবিক।
