মঙ্গলবার দুপুরে আচমকাই জাতীয় স্তরের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি মাত্র ১৮ ঘণ্টার তফাতে মোহালিতে একই জায়গায় দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে তারা দাবি করে ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলা। সোমবার রাতের পর আবার মঙ্গলবার দুপুরে মোহালিতে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছিল জাতীয় স্তরের কয়েকটি সংবাদ সংস্থা।
প্রসঙ্গত, সোমবার রাত পৌনে আটটা নাগাদ রকেট চালিত গ্রেনেড হামলা চালানো হয় মোহালির ওই গোয়েন্দা দফতরে। ঘটনায় দফতরের কাচের জানালা তছনছ হলেও, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাটিকে মোহালি পুলিশ ছোট বিস্ফোরণ বলে জানালেও পরে তদন্তে নামেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
