জাওয়াদের মতো সাগরেই শক্তি খোওয়াতে পারে অশনি। তাই কলকাতায় তার প্রভাব পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভাল বৃষ্টি হতে পারে এর জেরে। আর সেদিকেই সজাগ দৃষ্টি রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আমফানের থেকে শিক্ষা নিয়ে আগেভাগে তৈরি থাকছে পুরসভা। অশনি ঘূর্ণিঝড় পরিস্থিতির ওপর সকাল থেকে নজর রেখেছেন মেয়র নিজেও। আবহাওয়া দফতরের কর্তাদের সঙ্গেও কথা বলছেন। তবে ঝড়ের থেকেও বৃষ্টি নিয়েই বেশি উদ্বিগ্ন ফিরহাদ। তিনি বলেন, ‘আমি এখানে ঝড়ের থেকে বেশি বৃষ্টিপাত কতটা হচ্ছে, তা নিয়ে ভাবনায় রয়েছি। বৃষ্টি হবে। জল জমবে। কিন্তু সেই জল তিন থেকে চার ঘণ্টার বেশি দাঁড়াবে না।’
এর পাশাপাশি কলকাতা পুরসভার অন্তর্গত সবক’টি পাম্পিং স্টেশনের পাম্পগুলি ঠিক মতো কাজ করছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মেয়র। ফিরহাদ জানিয়েছেন, ‘সবক’টি পাম্প সক্রিয় রয়েছে। কলকাতা পুরনিগমের সদর দফতর এবং বরো অফিসগুলিতে পৃথক পৃথক গ্যাং তৈরি করা হয়েছে। জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত সবকটি বিভাগকে ইতিমধ্যেই তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে।’ আজ কলকাতা পুরসভার পুর কমিশনার বিনোদ কুমারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে প্রত্যেকের সঙ্গে কথা বলে নিখুঁত পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিরহাদ জানিয়েছেন, ‘আমরা প্রস্তুত। আমরা সব থেকে বেশি চিন্তিত থাকি, বর্ষার জমা জলে বাতিস্তম্ভ থেকে খুলে থাকা তার নিয়ে। আমি আমার আলো বিভাগের ডিজিকে নির্দেশ দিয়েছি সবক’টি ত্রিফলা বাতিস্তম্ভ বন্ধ করে দেওয়ার জন্য।’