ফের সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সুজাতা মণ্ডল। একসময় তারা একসাথে ছিলেন বিজেপিতে। এরপর সুজাতা মন্ডল চলে আসেন তৃণমূলে। আর তারপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ক্রমশ বিবাদ বেড়েছে। আর এবার স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্তর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সুজাতা।
সুজাতা জানিয়েছেন, সৌমিত্র খাঁ এর পাঁচ বছর আগেও পর্যন্ত এত সম্পত্তি ছিল না। সে ক্ষেত্রে সুজাতা মন্ডলের অভিযোগ, চাকরি দেওয়ার নামে তোলাবাজি করেছেন সৌমিত্র খাঁ। এমনকী সুজাতা দাবি করেছেন, সৌমিত্র খাঁ এর সমস্ত বেআইনি কারবারের হিসেবে তাঁর কাছে রয়েছে। তবে এখনো পর্যন্ত সুজাতা মন্ডলের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁ এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি যে যথেষ্ট বিতর্কসূচক তা বলা অপেক্ষা রাখে না।