বিরোধী দলগুলিকে একাধিক সময় সংবাদমাধ্যমের সঙ্গে কেন্দ্র ও বিজেপি সরকারের আঁতাতের অভিযোগ তুলতে দেখা যায়। এছাড়াও, সাংবাদিকতার মুখ বন্ধ করতে কেন্দ্র সরকারের তৎপরতার বিরুদ্ধাচারণ করতেও দেখা মেলে তাদের। যদিও এসকল ব্যপারকে কোনদিনই পাত্তা দেয়নি বিজেপি দল। তবে বর্তমানে প্রকাশিত সংবাদমাধ্যম স্বাধীনতা বিশ্ব সূচক বিরোধীদের এসকল দাবিগুলিকে আরও জোরালো করে তুলল।
প্রতিবছরই প্রকাশিত হয় সংবাদমাধ্যম স্বাধীনতা বিশ্ব সূচক। ২০২১ সালে এই সূচকে সারা বিশ্বের মধ্যে ১৪২ তম স্থানে জায়গা পেয়েছিলো ভারতীয় সংবাদমাধ্যম আর এ বছরের প্রকাশিত তালিকায় আরও ৮ ধাপ নেমে ১৫০ তম স্থান অর্জন করল আমাদের দেশ! ফলে বিশ্বে ১৮০ টি দেশের মধ্যে ভারতের এই ক্রমহ্রাসমান সূচক যথেষ্ট চিন্তার কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সংবাদমাধ্যম স্বাধীনতা বিশ্ব সূচকে ভারতের প্রতিবেশী দেশগুলির অবস্থাও খুব একটা ভালো নয়; ২০২১ সালের তালিকায় ১৪৫ তম স্থানে অবস্থান করেছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ছিল ১২৭ তম, বাংলাদেশ ১৫২ এবং মায়ানমার ১৪০ তম স্থানে ঠাঁই পেয়েছিল। তবে এ বছরের তালিকায় প্রত্যেকেই নিজেদের অবনতি ঘটিয়ে যথাক্রমে ১৫৭, ১৪৬, ১৬২ এবং ১৭৫ তম স্থানে অবস্থান করছে। প্রসঙ্গত, এই তালিকায় শুধুমাত্র নেপালের নামই সবার উপরে রয়েছে। গতবছর বিশ্ব সূচকে ১০০ দেশের মধ্যে নাম না থাকলেও বর্তমানে প্রায় ৩০ ধাপ উপরে উঠে তারা ৭৬-এ অবস্থান করছে।
সূত্রের খবর, ১৮০ দেশের এই তালিকাটি প্রকাশ করার দায়িত্বে থাকে আন্তর্জাতিক স্তরের নয়টি মানবাধিকার সংগঠন ‘রিপোর্টার্স উইথআউট বর্ডার’। ফলে বর্তমানে বিরোধীদের একই সুরে তারা কেন্দ্র সরকারের নিকট সাংবাদিক এবং এই পেশার সঙ্গে যুক্ত অন্যান্যদের হেনস্থা বন্ধ করার অনুরোধ করে বলে জানা গিয়েছে।