হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরের ওই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার অভিমুখ থাকবে উত্তর পশ্চিমে। ক্রমে আন্দামান সাগর পেরিয়ে ঘূর্ণিঝড় এগিয়ে আসবে দক্ষিণ বঙ্গোপসাগরে।
তারপর মধ্যে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও ঘূর্ণিঝড়ের আনাগোনা চলবে। আপাতত তার অভিমুখ থাকছে ওড়িশা উপকূলের দিকে। সময় যত এগোবে তত স্পষ্ট হবে তার গতিবিধি।
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে আজই। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। বুধবার থেকেই সেখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা নিম্নচাপের রূপ নেবে আগামী শুক্রবারের মধ্যে।
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ঝড়বৃষ্টি আপাতত শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আবহবিদরা।
কলকাতায় বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝে মধ্যে রোদ উঠছে। বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েইছে। এই অস্বস্তি কাটবে বৃষ্টি হলে। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।