একুশের ভোটে তৃণমূলের মাস্টারস্ট্রোক ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা। ভোট প্রচারে বেরিয়ে তাঁর মস্তিষ্কপ্রসূত প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতেই তাঁর সেই নির্বাচনী প্রতিশ্রুতি মতো প্রকল্পের কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জানা গেল, যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করেন বাংলার মানুষ, তাই সেই লক্ষ্মীবারেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অর্থ পাবেন এই প্রকল্পের আওতায় থাকা বাংলার মহিলারা। বৃহস্পতিবার, ৫ মে দুপুর ১টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মমতা হাজির থাকবেন। সেখানেই লক্ষ্মীর ভান্ডারের অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নিজস্ব ভাবনাপ্রসূত এই প্রকল্পটি চালু রয়েছে ২০২১ সাল থেকে। ইতিমধ্যেই প্রকল্পের আওতায় থাকা প্রায় এক কোটি ৬০ লক্ষ মহিলা এর সুবিধা পান।তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অর্থ বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রকল্পটিতে নতুন কোনও সংযোজনও করতে পারেন। উল্লেখ্য, ২০২১ সালের ২ মে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার আগেই ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মমতা। তখন বলেছিলেন, জিতে ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেবে তাঁর সরকার। জেনারেল ক্যাটাগরি বা সাধারণ বর্গের পরিবারের মেয়েরা মাসে ৫০০ টাকা বছরে ছ’ হাজার টাকা পাবেন। পিছিয়ে পড়া শ্রেণিভুক্তপা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা।