২০২২-২০২৩ সালের মধ্যেই দীঘার জগন্নাথদেবের মন্দির সম্পূর্ণ হয়ে যাবে এমনটাই জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। অক্ষয় তৃতীয়া উপলক্ষে দীঘায় জগন্নাথ ধাম তৈরি হওয়ার জন্য নারকেল ফাটিয়ে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তিনি।
পুরীর আদলে দিঘায় গড়ে তোলা হবে জগন্নাথদেবের মন্দির, ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিল গিরি জানান, মন্দিরের জন্য ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তীকালে আরও আনুষাঙ্গিক কাজের জন্য আরও টাকা বরাদ্দ করা হবে। প্রসঙ্গত, ২০১৯ সালে দীঘায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ হিডকো সংস্থা দিয়ে করানো হবে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে।
পরবর্তীকালে বনদফতরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দীঘা অঞ্চলের দীঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে জগন্নাথদেবের মন্দিরের কাজ। প্রথম পর্যায়ে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই বাউন্ডারি ওয়ালের কাজ শেষ হয়েছে।