বৃহস্পতিবার দুপুর ১টার সময় পাটনায় একটি সাংবাদিক সম্মেলন করবেন প্রশান্ত কিশোর। আর সেই দিকেই এখন নজর গোটা দেশের। ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা জল্পনা। সূত্রের খবর, আগামীকালের সাংবাদিক সম্মেলনে তাঁর নিজের দলের বিষয়ে কিছু ঘোষণা করতে পারেন পিকে। দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের হাল সামলেছেন। তবে এবার পিকে নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন বলে গত সোমবার থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা।
সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন দল ঘোষণা করতে পারেন তিনি। এবং তা তাঁর নিজের রাজ্য বিহারেই। সোমবার সকালেই টুইটে এর স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন পিকে। লিখেছিলেন, ‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।’
সরাসরি কোনও রাজনৈতিক দলের ঘোষণা না করলেও ওই টুইটে একটি নাম জানিয়েছেন পিকে। ‘জন সূরয’। যার বাংলা করলে হয় ‘জনতার সূর্য’। পিকে ‘জন সূরয’ বলতে বুঝিয়েছেন, ‘পিপলস্ গুড গভর্ন্যান্স’ অর্থাৎ মানুষের সুশাসন। শেষে হিন্দিতে জুড়েছেন, আরও তিনটি শব্দ— ‘শুরুয়াৎ বিহার সে’। অর্থাৎ বিহার থেকেই তাঁর যাত্রা শুরু হতে চলেছে।
এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে তাঁর টিম পিকে’র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। গত সন্ধ্যা থেকে সেখানে একের পর এক ছবি পোস্ট হয়েছে ৷ যার মধ্যে দেখা যাচ্ছে বিখ্যাত এমবিএ সবজিওয়ালার সঙ্গে প্রশান্তের একান্ত আলাপচারিতা। অন্যদিকে একাধিক যুবকের সঙ্গে তার ছবি। আর সেখানেও একাধিকবার উঠে এসেছে ‘জন সূরয’-এর নাম। ফলে রাজনৈতিক মহলের ধারণা প্রশান্ত কিশোর আগামীকাল নতুন কিছু ঘোষণা করবেন।