এবার কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার অনুষ্ঠানে চলল পর্ন ভিডিয়ো! জানা গিয়েছে, বিজেপি শাসিত আসামের তিনসুকিয়ায় ইন্ডিয়ান অয়েলের একটি অনুষ্ঠান চলছিল। যেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় তেল প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি-সহ একগুচ্ছ অতিথি৷ আর সেই অনুষ্ঠানের মঞ্চে লাগানো স্ক্রিনেই আচমকা চলতে শুরু করল পর্ন ভিডিয়ো৷ এর ফলে স্বাভাবিকভাবেই প্রবল অস্বস্তিতে পড়েন মোদীর মন্ত্রী-সহ অনুষ্ঠানে হাজির অতিথিরা৷
প্রসঙ্গত, গত শনিবারের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় তেল প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, আসামের শ্রমমন্ত্রী সঞ্জয় কিসান-সহ ইন্ডিয়ান অয়েলের শীর্ষ আধিকারিকরা৷ এম-১৫ নামে মেথানল মিশ্রিত নতুন ধরনের একটি পেট্রোল বাজারে নিয়ে আসার পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একটি হোটেলে৷ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের জন্য মঞ্চের পিছনেই একটি বড় স্ক্রিন লাগানো হয়েছিল৷ ইন্ডিয়ান অয়েলের একজন আধিকারিক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় আচমকাই ওই পর্নোগ্রাফি চলতে শুরু করে৷ সাময়িক ধাক্কা সামলে উঠে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ভিডিও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়৷ ততক্ষণে অবশ্য দর্শকাসনে থাকা কয়েকজন স্মার্টফোনে ঘটনার ভিডিয়ো রেকর্ড করে নিয়েছেন৷
এরপরেই তিনসুকিয়া থানায় ইন্ডিয়ান অয়েলের তরফে অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশের তরফে জানানো হয়, গোটা অনুষ্ঠানটি অনলাইনে লাইভ স্ট্রিম করা হচ্ছিল৷ ইন্ডিয়ান অয়েলের এক আধিকারিক টুইটারে জুম মিটিং আইডি এবং পাসওয়ার্ডও শেয়ার করে ছিলেন৷ তিনসুকিয়ার এসপি দেবজিৎ দেওরি জানিয়েছেন, সম্ভবত টুইটার থেকে মিটিং আইডি এবং পাসওয়ার্ড নিয়ে কেউ একজন জুম মিটিংয়ে ঢুকে পড়েছিলেন৷ তারপর সেই অভিযুক্তই জুম মিটিংয়ের মধ্যেই পর্ন ভিডিয়ো চালিয়ে দেন৷’