ভারতীয় সেনাবাহিনীতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে কলকাতায় গ্রেফতার ৫। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা, নিজেদের সেনা অফিসার হিসেবে পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। সম্প্রতি প্রতারিতরা অভিযোগ জানান নিউমার্কেট থাকায়। তারপরই তদন্ত শুরু হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিবম পাণ্ডে, রোহিত কুমার গুপ্তা, জিতেন্দ্র কুমার, অভিষেক কুমার গৌতম, উমা কান্তি যাদবকে।
জাল পরিচয় পত্র, নকল নথি, আবেদন পত্র তৈরি করে চাকরিপ্রার্থীদের সেনায় কাজ দেওয়ার নাম করে প্রতারণা করত ধৃতেরা। তদন্তে পুলিশ জানতে পেরেছে চক্রটি উত্তরপ্রদেশের। বিষয়টিতে নিউ মার্কেট থানায় প্রতারণার মামলার তদন্তের ভার নেয় লালবাজার গুন্ডাদমন শাখা। ধৃত শিবম, রোহিত, জিতেন্দ্র, অভিষেক ও উমা উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা।
উত্তরপ্রদেশের এই চক্র দীর্ঘদির ধরেই এই জালিয়াতি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এরা বেকার যুবকদের ভারতীয় সেনায় কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বিভিন্ন নথি ও কাগজপত্র দেখাত। তারপর তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করত। টাকা নেওয়ার পর আর খুঁজে পাওয়া যেত না ভুয়ো অফিসারদের।
কিছুদিন আগে নিউ মার্কেট থানায় প্রতারিতরা অভিযোগ দায়ের করে। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। উত্তরপ্রদেশের এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তারপরই জেরা শুরু হবে।