সম্প্রীতির এক বিরল চিত্রের সাক্ষী রইল দিল্লীর জাহাঙ্গিরপুরী। উল্লেখ্য, যে জাহাঙ্গিরপুরী কিছুদিন আগেই উত্তপ্ত হয়েছিল সাম্প্রদায়িক সংঘর্ষে, যে জাহাঙ্গিরপুরীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়েছিল, লাঠি উঁচিয়ে মারমুখী জনতার দিকে তেড়ে যেতে হয়েছিল, আজ মঙ্গলবার সেই একই জাহাঙ্গিরপুরীতে মুসলিমদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবে সামিল হলেন হিন্দুরাও। তারবেজ খান জানিয়েছেন, “গত মাসে জাহাঙ্গিরপুরীর পরিস্থিতি ছিল রীতিমতো তপ্ত। আজ, এই পবিত্র ঈদে হিন্দু ভাইয়েরাও সামিল হয়েছে। আমরা সকলে মিলে একে অপরকে মিষ্টি বিতরণ করি। কোলাকুলি করি। আমরা সেই বিচ্ছিন্নতাশক্তি এবং সাম্প্রদায়িক উস্কানিতে মদতদাতাদের এই বার্তাই দিতে চেয়েছি যে আমরা হিংসা চাই না। চাইনা জাহাঙ্গিরপুরীর সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হোক। চাই শান্তি।”
পাশাপাশি, দিল্লীর উত্তর-পশ্চিম পুলিশের ডেপুটি কমিশনার উষা রঙ্গানি জানিয়েছেন, “জাহাঙ্গিরপুরী-সহ স্পর্শকাতর এলাকায় প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে পুলিশ তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে। দুই পক্ষের কয়েকজনকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। পরিস্থিতি এখন আর আগের মতো না থাকলেও যে কোনও সময়ে অপ্রীতির ঘটনা ঘটতে পারে ধরে নিয়েই সেখানে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।” এখানকার রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রমণি তিওয়াড়ি জানিয়েছেন, অত্যন্ত শান্তির আবহে এখানে ঈদ পালন চলছে।