এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে মঙ্গলবার ফোন কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে টানা বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরিপ্রার্থীরা। ইদের দিন সেখানেই ফোন যায় মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আশ্বস্ত করে বলেছেন, তিনি নিজেই বিষয়টি দেখছেন। নিয়োগের ব্যবস্থা করতে, তিনি যে তৎপর, সেই বার্তাও পৌঁছে দিয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে। আর বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলার তিন ঘণ্টার মধ্যেই রাজ্য সরকারের প্রতিনিধিরা পৌঁছে যান মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। শিক্ষা দফতরের দুই জন অধিকারিক সেখানে গিয়ে কথা বলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে।
শিক্ষা দফতরের আধিকারিকরা জানতে চান, কতজন চাকরি পাননি, চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা মোট কত জন আছেন। রাজ্যে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষকপদ কতগুলি খালি রয়েছে, সেই নিয়েও আলোচনা হয় তাঁদের। চাকরিপ্রার্থীরা কতদিন ধরে আন্দোলন করছেন, কোন জেলা থেকে কত জন আছেন এইসব নিয়ে একপ্রস্থ আলোচনার পাশাপাশি নিয়োগ সংক্রান্ত জটিলতা সংক্রান্ত বিষয়েও কথা বার্তা হয় তাঁদের মধ্যে। জানা গিয়েছে, শিক্ষা দফতরের আধিকারিকরা আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন।
দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলে। দীর্ঘ আলোচনার পর সন্তুষ্ট চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের একাংশ। তবে নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় নথি হাতে না পাওয়া পর্যন্ত কোনও অবস্থাতেই অবস্থানের পথ থেকে সরে দাঁড়াতে নারাজ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার দুপুরে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের এই আলোচনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।