পাড়ায়, পাড়ায় তৈরি হবে শাখা। দায়িত্বে থাকবেন শাখা প্রমুখ। তবে শাখার নাম, পতাকার রং আর আলোচনার বিষয় হবে ভিন্ন। নাম তিরঙ্গা শাখা। সেখানে উড়বে জাতীয় পতাকা। আলোচনার বিষয় হবে সংবিধান। সংবিধানের মুখবন্ধ পাঠ করে শুরু হবে সভা। সঙ্গে থাকবে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো দেশের জ্বলন্ত কোনও সমস্যা।
এভাবেই পাড়ায় পাড়ায় শাখা খুলতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দু’দুবার দিল্লি সরকারের মসনদ দখল, পাঞ্জাবে ক্ষমতায় আসার পর উজ্জীবিত কেজরিওয়াল এবার একের পর এক রাজ্যে পা রাখতে চাইছেন ২০২৪- এর লোকসভা ভোটকে সামনে রেখে। তাই সদ্য বিধানসভা ভোট হয়ে যাওয়া উত্তরপ্রদেশকে শাখা বিস্তারের জন্য বেছে নিয়েছেন তিনি।
আগামী ১ জুলাই ওই কর্মসূচির উদ্বোধন করতে এখন উত্তরপ্রদেশের গ্রাম, শহর চষে ফেলছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তাঁর কথায়, বিজেপির রাষ্ট্রবাদে দল, সংগঠন আগে। আরএসএস এমনকী সংগঠনের পতাকাকে জাতীয় পতাকার চেয়ে বেশি সমাদর করে। আপ প্রকৃত রাষ্ট্রবাদের প্রসারে জাতীয় পতাকাকেই আশ্রয় করতে চায়।