গত কয়েকদিনে দফায় দফায় চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছে কলকাতা। এবার সেই চাকরি প্রার্থীদের কাছে গেল মুখ্যমন্ত্রীর ফোন। মঙ্গলবার ঈদের সকালে পুলিশ আধিকারিক মারফৎ আন্দোলনকারীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন বলে দাবি চাকরি প্রার্থীদের।
মূলত ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এবং গান্ধী মূর্তির পাদদেশে যে অবস্থান চলছে, সেখানেই এই ফোন যায় বলে সূত্রের খবর। চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত এক আন্দোলনকারী জানান, ‘উনি ফোন করেছিলেন। উনি আমাদের পজিটিভ বার্তা দিয়েছেন। সহানুভূতির সঙ্গে উনি দেখবেন বলেছেন। ইদের দিন আমরা এভাবে অসহায় হয়ে পড়ে রয়েছি, তাই উনি বলেছেন দেখবেন। নিজের হাতে উনি ব্যাপারটা নিয়েছেন। শিক্ষা দফতরের কাছ থেকে তথ্য নিয়ে উনি দেখবেন বলেছেন’।