স্বস্তিতে রাজ্যবাসী। গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লীর করোনা সংক্রমণ বাড়লেও বাংলার কোভিড গ্রাফ বিশেষ উদ্বেগজনক নয়। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস অনেকটাই নিয়ন্ত্রণে। রবিবার রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে বেড়ে হয়েছে ০.৫৫ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৩৪০ জন। বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৭৩৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
উল্লেখ্য, প্রায় গোটা এপ্রিলই বাংলা করোনায় মৃত্যুহীন ছিল। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০২ জন। কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৭১ হাজার ০৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৮৫৫৬ জন।