মোদী জমানায় শোচনীয় অবস্থা হয়েছে দেশের দলিতদের। এবার যেমন দলিত হওয়ায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অন্ত্যষ্টিক্রিয়ায় শ্মশানের চুল্লি ব্যবহার করতে দেওয়া হল না। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সেই ঘটনা মোবাইলে রেকর্ড করেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাপের মুখে নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিয়ো ফুটেজ দেখে পুলিশ দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গুনার বাসিন্দা ৭০ বছরের কানহাইয়া আহিরওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা তাকে নিকটবর্তী শ্মশানে নিয়ে গেলে ওই গ্রামের কয়েকজন তাদের শেষকৃত্যানুষ্ঠন সম্পন্ন করতে বাধা দেয়। পরে শ্মশানঘাট সংলগ্ন একটি মাঠে তাঁকে দাহ করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তিনজনকে আটক করে। ধৃতরা হলেন নারায়ণ সিং মিনা, রামভরসে মিনা এবং দিলীপ মিনা। এরা সকলেই একই পরিবারের সদস্য। শনিবার এই তিন অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত তাদের এক সপ্তাহের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয়।