৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশে ক্রমাগত বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম৷ এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ঊর্ধ্বমুখী৷ বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও। সব মিলিয়ে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। আর এরই মধ্যে এবার ফের বাড়ল বিমান-জ্বালানি এটিএফের দর। চলতি বছরে এ নিয়ে একটানা ন’বার।
এ দফায় দর বেড়েছে ৩.২২ শতাংশ। যার হাত ধরে কলকাতায় এক কিলোলিটারে জ্বালানিটির দাম ছুঁয়ে ফেলেছে ১,২১,৪৩০.৪৮ টাকা। যা এখনও পর্যন্ত রেকর্ড। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সূত্রের দাবি, বিশ্ব বাজারে জ্বালানির চড়া দামের প্রভাবই পড়ছে দেশে। আর সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এটিএফের দর যে ভাবে ছুটছে, তাতে সমস্যায় পড়ছে বিমান সংস্থাগুলি। যাদের খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানি খাতে। এর জেরে বিমান ভাড়ার উপরে প্রভাব পড়বে কি না, সেই প্রশ্নও তৈরি হচ্ছে নতুন করে।