এবার স্কুলশিক্ষা দফতরের পুরনো বিশেষজ্ঞ কমিটি ভেঙে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, নতুন যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে ব্যাপক রদবদল করেছেন তিনি। এই নয়া কমিটির মেয়াদ একবছর। প্রতিটি বিষয়ে নিয়ে আসা হয়েছে একজন মেন্টরকে। জানা গিয়েছে, স্কুলশিক্ষার সিলেবাস সংক্রান্ত কাজ করবে বিশেষজ্ঞ কমিটি।
সূত্রের খবর, কেন্দ্রীয় শিক্ষানীতির পাল্টা নিজস্ব শিক্ষানীতি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। তাই ১০ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। রাজ্যের শিক্ষাব্যবস্থার সার্বিক স্বার্থ যেন রক্ষা পায় তার জন্যই এই কমিটি। এই কমিটির উদ্দেশ্য হবে বিকল্প শিক্ষানীতিতে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া। আর ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো।