কিছুদিন আগেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কাবুলের একাধিক স্কুলে। তার পরে পরেই আফগানিস্তানের মাজার-ই-শরিফের দুটি মসজিদেও বিস্ফোরণ হয়। এবার পবিত্র ইদের আগে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের একটি মসজিদ। শুক্রবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানীর এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের। আহত হয়েছেন আরও শতাধিক জন।
জানা গিয়েছে, ওই মসজিদটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। রমজান মাসে মসজিদে এই ভয়াবহ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা কাবুল জুড়ে। এই বিস্ফোরণ প্রসঙ্গে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বিসমিল্লা হাবিব বলেন, ‘স্থানীয় সময় রাত দু’টো নাগাদ পশ্চিম কাবুলের সাহেব মসজিদে এই আত্মঘাতী হামলাটি হয়েছে। সে সময় মসজিদে রমজানের পর জিকর ধর্মীয় সভায় সকলে সমবেত হয়েছিল। মূলত এই অনুষ্ঠান ছিল সুন্নি মুসলিমদের জন্য।’
উল্লেখ্য, জিকর নামে এই ধর্মীয় অনুষ্ঠান নিয়ে মতবিরোধ রয়েছে সুন্নি মুসলিমদের অন্দরেই। সুন্নিদের একাংশ মনে করে এই ধর্মীয় আচার মুসলিম সম্প্রদায়ের পরিপন্থী। সেই বিরোধী গোষ্ঠীর তরফেই এই জিকর চলাকালীন হামলা চালানো হয়েছে বলে অনুমান। সে ক্ষেত্রে এই ভয়াবহ বিস্ফোরণের পিছনে আইএস-এর খোরসান গোষ্ঠীর হাত থাকতে পারে বলে অনুমান কাবুল প্রশাসনের। যদিও এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় শিকার করেনি