মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ‘হিন্দু বিরোধী’ বলে প্রচার করতে চাইছে বিজেপি। ক্ষমতায় ফিরতেই তারা এই কৌশল নিয়েছে। এবার হনুমান চালিশা পাঠ বিতর্ক নিয়ে আদালতে লিখিত হলফনামায় এমনটাই জানাল মহারাষ্ট্র পুলিশ। অন্যদিকে, হনুমান চালিশা পাঠ বিতর্কে অভিযুক্ত নির্দল দম্পতি নভনীত রানা ও রবি রানা সম্পর্কে শুক্রবার পুলিশ জানিয়েছে, ওই দম্পতির মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের সামনে হনুমান চালিশা পড়ার দাবি তোলার পিছনে ছিল গভীর ষড়যন্ত্র এবং রাজ্যের জোট সরকারকে বিপাকে ফেলার চেষ্টা।
গতকাল উদ্ধবের পুলিশ হলফনামায় আরও বলেছে, বিজেপি সহ বিরোধী দল গুলি দেখাতে চাইছে উদ্ধব ঠাকরে হিন্দু বিরোধী এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের সময়ে হিন্দুরা ধর্মাচরণ করতে পারছে না। পুলিশ আরও বলেছে, এই ভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে। রানা দম্পতির হনুমান চালিশা পাঠের পরিকল্পনাকে পুলিশ মোটেই ধর্মীয় উপাসনার আর্জি বলে মানতে নারাজ। তাদের বক্তব্য, ওই আয়োজনের আসল উদ্দেশ্য ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত করে তোলা। যাতে রাজ্যপালের শাসন জারির দাবি তোলা যায়।