কলেজে ভর্তির প্রক্রিয়া এখন আরও সহজ হচ্ছে। রাজ্যের কলেজগুলিতে এখন ভর্তি হতে গেলে আর ভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে না। একটি বিশ্ব বিদ্যালয়ের অধীনে সব কলেজে এখন ভর্তি হতে গেলে একটি পোর্টালের মাধ্যমেই তা সম্ভব হবে।
উচ্চ শিক্ষা সূত্রে খবর, এই বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। এবার সেই নিয়ে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে উচ্চ শিক্ষা দফতর। তবে এই পরিকল্পনা এখনকার নয়। ব্রাত্য বসু যখন প্রথম দফায় শিক্ষা মন্ত্রী ছিলেন তখন এই প্রক্রিয়া শুরু করার কথা ভাবেন।
এই প্রক্রিয়া চালু হলে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আসবে বলে মত শিক্ষা মহলের। তাদের মতে, কলেজে ভর্তির ক্ষেত্রে অনেক সময়েই রাজনৈতিক হস্তক্ষেপ বা টাকার লেনদেন হয়ে থাকে। যা এই প্রক্রিয়া চালু হলে বন্ধ হয়ে যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে আশাবাদী উচ্চ শিক্ষা দফতর।
কিন্তু তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে যায়। ব্রাত্য বসুর দফতর পরিবর্তন হয়। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় এসে শিক্ষামন্ত্রীর দায়িত্ব যায় ফের ব্রাত্য বসুর কাঁধে। এবার ব্রাত্যর সেই স্বপ্নই বাস্তবায়িত হতে চলেছে।
যদিও এর আগে বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের এই প্রক্রিয়া চালু করেছিলেন তৎকালীন উপাচার্য স্মৃতিকুমার সরকার। কী ছিল সেই প্রক্রিয়ায়? বিশ্ববিদ্যালয়ের সব শূন্য আসন একটি পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীরা সেই বিশ্ব বিদ্যালয়ের অধীনে এক বা একাধিক কলেজে আবেদন জানাতে পারেন।