দেশজুড়ে ক্রমবর্ধমান রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ফের মোদী সরকারকে নিশানা একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, অবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, এই হারে তেল এবং গ্যাসের দাম বাড়ার পর সাধারণ মানুষের উপর চাপ তৈরি হচ্ছে। গ্যাসের দাম না কমানো হলে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়ে যাবে। তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র একতরফা ভাবে রাজ্যের উপর দায় চাপাচ্ছে বলেও বৃহস্পতিবার নবান্ন থেকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে গতকাল থেকেই কেন্দ্র-রাজ্য চাপানউতোর নতুন মাত্রা নিয়েছে। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে শুল্ক ছাড়ের কথা বলেছিলেন। আর তার পরই সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা।
এর আগে মমতা বলেছিলেন, “বাম আমলের ঋণ এখনও আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা ৯৭ হাজার কোটি টাকা পায়। কিন্তু, এক টাকাও কেন্দ্র দিচ্ছে না। মমতার প্রস্তাব, এই ৯৭ হাজার কোটি টাকা পেলে তিন দিনের মধ্যেই রাজ্য কেন্দ্রের সব ঋণ শোধ করে দেব।” এর পরই মমতার চ্যালেঞ্জ, “কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে কাউকে কোনও কথা বলতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী একতরফা ভাবে বলে গিয়েছেন। গতকাল কোভিডের বৈঠকে তেলের প্রসঙ্গ এনে বৈঠকটিকে বে-লাইন করার চেষ্টা করা হয়েছে।” কেন্দ্রীয় সরকার নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মমতা।