এর আগে দলের অস্বস্তি বাড়িয়ে পাট শিল্প নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এবার এ নিয়ে আক্রমণ শানাল রাজ্যের শাসক দল তৃণমূলও। তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ নিয়ে একটি কর্মসূচীর ঘোষণা করেছেন। টুইট করে তিনি জানিয়েছেন, ‘আইএনটিটিইউসি ৪ মে জুট কমিশনার অফিসের সামনে চটকল শ্রমিকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করছে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র এবং পরিকল্পনার বিরুদ্ধে। বাংলার পাটশিল্পকে ধ্বংস করার চেষ্টাকে সর্বতো ভাবে প্রতিহত করা হবে।’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে দীর্ঘদিন প্রতিবাদ জানিয়ে আসছেন। তিনি ওই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন। যেমন লিখেছেন অর্জুনও। এবার দলনেত্রীর হয়ে ময়দানে নামলেন তৃণমূলের শ্রমিকনেতা ঋতব্রতও। রাজ্যসভার প্রাক্তন সাংসদের কথায়, ‘আমাদের এই দাবি বহুদিনের। কারও যদি বিলম্বে বোধোদয় হয়, তা হলে আমাদের কী করার আছে! এটা আমাদের দাবি। মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন ধরেই এই দাবি তুলে আসছেন। বাংলার পাটশিল্পকে বাঁচানোর জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। আমরা তাঁর সেই দাবি নিয়েই আন্দোলন করছি।’