উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৮-১৯ মরসুমের নকআউট পর্বের ড্র সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়েছে গতকাল । ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও লিভারপুলের জন্য পর্বটা কঠিন হয়ে গেল। কেননা প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখকে।
চ্যাম্পিয়নস লিগে নিজের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল, জুভেন্টাস। ফলে আক্ষরিক অর্থে শেষ ষোলোতে ফেরার সুযোগ ছিল না রোনালদোর। কিন্তু মাদ্রিদে তাঁকে আসতেই হবে। কারণ শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেয়েছে জুভেন্টাস।
কিন্তু এবারের শেষ ষোলোর সেরা খেলা দুটি হবে ডেথ গ্রুপে- লিভারপুলের সঙ্গে ম্যাচ বায়ার্ন মিউনিখের আর নেইমার-এমবাপ্পের সঙ্গে ইপিএলের রেড ডেভিলদের।
অন্যদিকে তুলনামূলকভাবে সহজ প্রতিদ্বন্দী পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়েল মুখোমুখি হবে আয়াক্সের বিরুদ্ধে এবং বার্সা খেলবে ফরাসি ক্লাব লিঁওর বিরুদ্ধে।
এছাড়াও, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে শালকের বিরুদ্ধে এবং টটেনহ্যামকে মোকাবিলা করতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের খেলা হবে ৫ ও ৬ এবং ১২ ও ১৩ মার্চ। আগামী ১ জুন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোয় অনুষ্ঠিত হবে ফাইনাল।
নকআউট পর্বের ফিক্সচারঃ
১২ ফেব্রুয়ারি
ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি
এএস রোমা-এফসি পোর্তো
১৩ ফেব্রুয়ারি
টটেনহাম-ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ- আয়াক্স
১৯ ফেব্রুয়ারি
লিঁও-বার্সেলোনা
লিভারপুল-বায়ার্ন মিউনিখ
২০ ফেব্রুয়ারি
শালকে ০৪-ম্যানচেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ-জুভেন্টাস
৫ মার্চ
ডর্টমুন্ড-টটেনহাম
রিয়াল মাদ্রিদ-আয়াক্স
৬ মার্চ
পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড
পোর্তো-এএস রোমা
১২ মার্চ
ম্যানচেস্টার সিটি-শালকে ০৪
জুভেন্টাস-অ্যাটলেটিকো মাদ্রিদ
১৩ মার্চ
বার্সেলোনা-লিঁও
বায়ার্ন মিউনিখ-লিভারপুল