মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুত্রের খবর, খুব শীঘ্রই নবান্নে যাবেন মহারাজ। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে জানা গিয়েছে।
কিন্তু কেন হঠাত মমতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সৌরভ? জানা গেছে, ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হতে চলেছে আগামী ২৪ মে। পরদিন ইডেনেই হবে এলিমিনেটর। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৯ মে ফাইনাল আমেদাবাদে। আর ইডেনে দুটি আইপিএল ম্যাচ আয়োজনের প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।
ইতিমধ্যেই ইডেনে প্লে অফ আয়োজনের পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের প্রতিনিধিদলের সদস্যরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে তাঁরা নানা বিষয়ে কথা বলেছেন। বিসিসিআইয়ের প্রতিনিধিদল এখানকার ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট। কিন্তু ফের যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন ইডেনের দর্শক সংখ্যা নিয়ে ভাবতে হচ্ছে বিসিসিআই-কে।
আইপিএল প্লে অফের ম্যাচগুলিতে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিসিসিআই অবশ্য ধীরে ধীরে বিধিনিষেধ তুলে ক্রিকেট মাঠের চেনা পরিবেশ ফেরাতে চাইছে। কিন্তু ফের করোনার চোখ রাঙানির মধ্যে ইডেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করা যাবে কিনা, সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন ‘মহারাজ’। একইসঙ্গে ইডেনে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানাবেন তিনি।