হাঁসখালি ধর্ষণ এবং রামপুরহাটের বগটুই কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। আধিকারিকদের গাফিলতিতে দু’টি ঘটনা ঘটেছে বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে রানাঘাট এবং বীরভূমের পুলিশ আধিকারিকদের ভর্ৎসনা করেন তিনি। পুলিশের গাফিলতির দায় সরকার নেবে না বলেও সাফ জানান মুখ্যমন্ত্রী। চোখ, কান খোলা রেখে কাজের পরামর্শ রাজ্যের প্রশাসনিক প্রধানের।
বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এসপি রানাঘাটকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘হাঁসখালিতে ঘটনাটা ঘটল কী করে? তোমরা খবর নাওননি কেন আগে? তোমাদের কোনও সোর্স নেই? তোমাদের একটুখানি গাফিলতির জন্য সরকার কেন এইসব সহ্য করবে? সরকার তো কোনও জিনিস লুকোতে চায় না। ধামাচাপা দিতে চায় না। সরকার চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সে যেই হোক না কেন। তোমাদের তিন চারদিন লেগে গেল কী করে? আর পরিবারই বা কেন কোনও তথ্য দিল না?’
সরাসরি এস পি রানাঘাটকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গাফিলতিটা তোমার। তোমার জন্য এমন ঘটনা ঘটল।’ পুলিশের উপর ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘বারবার বলা হচ্ছে পরিবারের বয়ানে অসঙ্গতি রয়েছে। পুলিশের সামনে একরকম বয়ান দিচ্ছে, সিবিআ ইযখন যাচ্ছে আরও অন্যরকম বয়ান দিচ্ছে। এই কেসগুলো সিরিয়াসলি দেখতে হবে লোকাল লেভেলে। আইসি-দের থাকার দরকার কি? তারা যদি ঠিকমতো এই বিষয়গুলো না দেখে?’ তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা সেটা চাই না। কিন্তু, আমরা বাংলায় হাথরস বা উন্নাও হতে দিতে চাই না।’