গরমের হল্কা ছুটছে দক্ষিণবঙ্গে। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে স্কুল কলেজ আদালত সবই খোলা। নিত্যযাত্রীদের বেরতে হচ্ছে অফিস ইত্যাদি। এই তীব্র গরমে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। গরমের দাপট সহ্য করতে না পেরে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর।
পরিবার সূত্রে খবর, যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী আনিশা আফরিন মন্ডল এদিন ইদের কেনাকাটা করতে নিউমার্কেটে যান৷ বাড়ি ফেরার পর পড়তে বসার সময় বমি শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়৷ স্থানীয় চিকিৎসকেরা দেখে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে৷
পরিবার সূত্রে খবর, পড়াশোনায় ভাল ছিল আনিশা৷ মাধ্যমিকেও ৭টি বিষয়ে লেটার পেয়েছিলেন৷ স্বপ্ন ছিল ভবিষ্যতে মনোবিদ হবেন৷ কিন্তু ভাগ্যের ফেরে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল৷
গরমের ছুটি হয়ত এগিয়ে আনা হবে। কারণ যে স্কুল পড়ুয়ারা বাড়ির বাইরে থাকছে সেই সময়ে গরমের কারণে অস্বস্তি থাকবে চরমে৷ তাই পড়ুয়াদের স্বাস্থ্যেক কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ এর ঠিক দিন কয়েক আগেই আরও এক পরীক্ষার্থীর মৃত্যু হয়৷ সোদপুরের একটি বেসরকারি হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে দাবি মৃতের পরিবারের৷
বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে প্রাণ ওষ্টাগত হয়ে উঠছে মানুষের।
তীব্র দাবদাহের জের, প্রাথমিক স্কুলে এক ঘণ্টা সময়সীমা কমল পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছে। আগামিকাল, বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হবে। এই নির্দেশ প্রাথমিক স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।