যোগীরই খাস তালুক গোরক্ষপুরে একই পরিবারের তিনজনকে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করা হল। এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও তাঁদের ২০ বছরের তরুণী কন্যাকে খুন করল আততায়ীরা। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে যোগী রাজ্যে। উল্লেখ্য, গত শনিবারই একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায় উত্তরপ্রদেশে। এবার ফের একই ঘটনা ঘটল।
পুলিশের সিনিয়র সুপারিটেন্ডেন্ট বিপিন টাডা জানিয়েছেন, অভিযুক্তের নাম অলোক পাসওয়ান। কেন সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাল? এপ্রসঙ্গে বিপিন জানাচ্ছেন, ‘অলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত জানা গিয়েছে, নিহত ব্যক্তির মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এরপরই মেয়েটি সেই সম্পর্ক থেকে সরে যায়। আর তাতেই ক্ষুব্ধ অলোক স্থির করে, ওই পরিবারের সকলকেই খুন করবে। আমরা তদন্ত করছি। আশা করা যায়, শিগগিরি পুরো বিষয়টিই পরিষ্কার হয়ে যাবে’। তবে ঘটনার সময় অলোকের সঙ্গে আরও অনেকে ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গামা নিশাদ (৪২ বছর), তাঁর স্ত্রী সঞ্জু নিশাদ (৩৮ বছর) ও তাঁদের কন্যা ২০ বছরের প্রীতি একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। তাঁরা বাড়ি থেকে বেরনোর পরই অলোকরা তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তার হাতে বেলচা ছিল বলে জানা যাচ্ছে। বাড়ি থেকে মাত্র ৮০০ মিটার দূরেই মাটিতে লুটিয়ে পড়ে তিনজনের অচেতন দেহ। গামার ছেলে আচ্ছেলাল অন্য পথ দিয়ে বিয়েবাড়ি যাচ্ছিল বলে সে প্রাণে বেঁচে গিয়েছে। গামার বড় ছেলে অন্য শহরে কর্মরত বলে পুলিশ জানিয়েছে।