কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমের দাপুটে ইনিংস চলছে। একদিকে যেমন বৃষ্টির দেখা নেই। তেমনি গোদের উপর বিষফোঁড়ার সামিল তীব্র তাপপ্রবাহ। আর এতেই ঝালাপালা অবস্থা আমজনতার। রাস্তায় বেরোলে মুখে চোখে ঝাপটা লাগছে গরম হাওয়ার। সেই তাপপ্রবাহ পেটে গেলে পেটখারাপও হচ্ছে। গরমের জন্য বিক্ষিপ্ত ভাবে শরীর খারাপের খবর আসতে শুরু করেছে জেলা থেকে। এই তীব্র গরমে ছেলেমেয়েরা স্কুলে গেলে শরীর খারাপ হবে না তো! ইতিমধ্যে তা নিয়ে অভিভাবক থেকে শুরু করে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। এই অবস্থায় বুধবার সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইসি এবং বিডিওদের ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে ইনপুট নিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুর হাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে। অন্তত আরও সাত দিন বৃষ্টির আশা করা বৃথা। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকলেও গরম হাওয়া বইতে থাকবে। বিশেষ করে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রাস্তায় না বেরোনোই ভাল। নবান্নের এক কর্তার কথায়, দু’বছর আগেও একবার গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। এ বার তা করা হবে কিনা তা এখনও চূড়ান্ত নয়। তবে এ নিয়ে সন্দেহ নেই যে স্কুলের ছেলেমেয়েদের কাহিল অবস্থা হচ্ছে। তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।