সম্প্রতি শেষ হয়েছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর ভোট মিটতেই ভোটকুশলী প্রশান্ত কিশোরের একের পর এক পদক্ষেপে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে। জাতীয় রাজনীতিতে জোর জল্পনা প্রশান্তের আগামীর অভিমুখ হাতশিবির। আর সেই জল্পনাকে আরও উস্কে দিয়েই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক ভাবে বৈঠক করে চলেছেন পিকে৷ তাঁর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের যে বৈঠকগুলি হয়েছে, সেখানে সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা ছাড়াও উপস্থিত ছিলেন অশোক গেহলট, কে সি বেণুুগোপাল, অজয় মাকেনের মতো কংগ্রেসের প্রবীণ নেতারা৷ এই বৈঠকগুলিতে কংগ্রেসের পুনরুত্থানের জন্য নিজের পরিকল্পনা প্রেজেন্টেশন আকারে দলীয় নেতাদের সামনে তুলে ধরেন পিকে৷
প্রশান্ত কিশোরের পরিকল্পনা খতিয়ে দেখার জন্য দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছেন সোনিয়া৷ এক বেসরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এমনই একটি বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় পিকে-কে৷ সূ্ত্রের খবর, গত সপ্তাহে একটি বৈঠক চলাকালীন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সরাসরি প্রশ্ন করেন, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন প্রশান্ত কিশোর? অশোক গেহলট যুক্তি দেন, অতীতে প্রশান্ত কিশোরের রাজনৈতিক ইনিংস খুব বেশি স্থায়ী হয়নি৷ এর জবাব অবশ্য তৈরিই ছিল প্রশান্ত কিশোরের কাছে৷ অশোক গেহলটকে তিনি জবাব দেন, ‘আপনারা আমার কথা শুনছেন কি না, তার উপরেই সেটা নির্ভর করবে৷’
