আগামী ২৯ এপ্রিল দিল্লী যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লীতে চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানেই যোগ দিতে পারেন মমতা। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফলে এক মঞ্চে দেখা যেতে পারে মোদী-মমতাকে।
২০১৬ সালে শেষ বার চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ছ’বছর পর ফের এবার তা হতে চলেছে ৩০ এপ্রিল।
রাজ্য সরকার সূত্রে খবর, ৩০ এপ্রিলের কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওইদিন দিল্লীতে চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হবেন। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিটি হাইকোর্টের প্রধান বিচারপতি ও দেশের প্রধান বিচারপতি ওই কনক্লেভে উপস্থিত থাকবেন।
আগামী জুলাই মাসে রাষ্ট্রপতি এবং উপ–রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করেই বিরোধী আঞ্চলিক জোট তৈরি হতে চলেছে। দিল্লীতে গিয়ে সেই নিয়েও বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে পারেন মমতা।
জানা গিয়েছে, একাধিক রাজনৈতিক দল চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে শক্তিশালী বিরোধী জোট তৈরি করতে। কারণ বিজেপিকে ঠেকাতে বিরোধী মুখ তিনিই। আর তার মহড়া হতে পারে আগামী জুলাই মাসের রাষ্ট্রপতি এবং উপ–রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়েই।