মাত্র ৬ মাসের ব্যবধান। ফের গুলি চলল দিল্লীর রোহিনী আদালতে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক আইনজীবীর জখম হওয়ার খবর মিলেছে। আদালত চত্বরে ফের গুলিচালনার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
জানা যাচ্ছে, এদিন রোহিণী আদালতের বাইরে এক আইনজীবীর সঙ্গে এক নিরাপত্তারক্ষীর বচসা বাধে। বচসায় জড়ান আরও ২-৩ জন আইনজীবী। বচসার মাঝেই আচমকা গুলি চালান এক রক্ষী।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসেও দিল্লির এই আদালতে গুলি চালানোর ঘটনা সামনে এসেছিল। সেবার বিচারকের সামনে গ্যাংস্টার গোগীকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। জানা গিয়েছিল, রোহিণী আদালতেরক ২০৭ নং ঘরে দিল্লির মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গোগীকে গুলি করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, বিরুদ্ধ গোষ্ঠীর সদস্যরা ছক কষে তাকে খুন করে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতে গত বছরের ডিসেম্বর মাসে দিল্লীর রোহিণী কোর্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিকট শব্দে কেঁপে উঠেছিল আদালত চত্বর। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ল্যাপটপের ব্যাটারি ফেটেই এই বিপত্তি ঘটে।