পরপর শোচনীয় হারের ক্ষত তো রয়েছেই। উপরন্তু অব্যাহত দলীয় অন্তর্দ্বন্দ্ব। আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে পর্যুদস্ত ভারতীয় জনতা পার্টি৷ নির্বাচনে ভরাডুবির কারণ পর্যালোচনা করতে বৈঠকে বসে গেরুয়াশিবির৷ তাতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি থেকে শমীক ভট্টাচার্য৷ কিন্তু ডাক পেলেন না লকেট চট্টোপাধ্যায়৷ স্বাভাবিকভাবেই এতে জল্পনা আরও ঘনীভূত হয়েছে। গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক না পাওয়ায় ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ৷ তাঁর দাবি, এমন কোনও বৈঠকের কথা তাঁর জানা ছিল না৷ শুধু লকেট নন, দলের অনেক কর্মকর্তা অনুপস্থিত ছিলেন৷ যদিও বিজেপি নেতৃত্বের একাংশ জানিয়েছেন, যাঁদের প্রয়োজন ছিল তাঁদেরই ডাকা হয়েছে৷
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন লেনে বিজেপির নির্বাচনে পরাজয় নিয়ে তদন্ত বৈঠক হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বৈঠকে এই পরাজয়ের কারণ নিয়ে বিভিন্ন নেতৃত্ব আলোকপাত করেন৷ দলের সাংগঠনিক দুর্বলতা পর্যালোচনা বৈঠকে গুরুত্ব পায়৷ আসানসোল লোকসভার উপনির্বাচনের দায়িত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুফল বলে বর্ণনা করেন৷ আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন করে আন্দোলনের একগুচ্ছ কর্মসূচী ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোট-পরবর্তী সন্ত্রাস, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরকে সফল করার জন্য বেশ কিছু কর্মসূচী নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার।
