করোনার জেরে দুবছর পর বাংলায় বসেছে বাণিজ্য সম্মেলনের আসর। উদ্বোধনী বক্তৃতায় সে কথা মনে করিয়ে দিয়ে বাংলার যুব স্মপ্রদায়ের জয়গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘নাসা থেকে ভাষা, সর্বত্রই বাংলার যুব সম্প্রদায় ছড়িয়ে রয়েছে।’
এদিন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যের আগাগোড়াই বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। ‘কন্যাশ্রী’ থেকে শুরু করে ‘স্বাস্থ্যসাথী’, বিনামূল্য চিকিৎসা ব্যবস্থা হোক কিংবা রাজ্যে কর্ম দিবস নষ্ট না করার অঙ্গীকার, সবটাই এদিন বাণিজ্য সম্মলনে উপস্থিত শিল্পপতির সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘দেশের থেকে বাংলার জিডিপির হার বেশি। ক্ষুদ্র, ছোট ও মাধারি শিল্পতে আমরা প্রথম’।
মমতা বলেন, ‘বাংলার বিনিয়োগকারীরা মনে রাখুন আপনারা দেশের অন্য রাজ্যে নয় পশ্চিমবঙ্গে আসছেন। এখানে আপনারা আমাদের পরিবারের সদস্য হবেন। তাই বাংলাকে নিজের ঘর ভাবুন। নিজের উপর আস্থা রাখুন। বিনিয়োগ করুন’। ভৌগলিক অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘দক্ষিণ -পূর্ব এশিয়ার দেশগুলির প্রবেশ দ্বার বাংলা। এ খানে ২০০টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে’।
কোভিডের পর বাংলাই প্রথম শিল্পে মনোনিবেশ করেছে বলে এদিন উল্লেখ করেন মমতা। তিনি বলেন, ‘বাংলার সরকার ক্রমশ এগোচ্ছে। বাংলার সূর্যোদয় হচ্ছে। প্রতি সকালে বাংলার নতুন উদয় হচ্ছে।’ জানালেন বাংলাই প্রথম রাজ্য, যার সরকার কোভিড পরিস্থিতি কাটিয়ে ফের শিল্প এবং বাণিজ্যে মন দিয়েছে। বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে।