শহরের নিম্নবিত্ত ও বস্তির শিশুদের আধুনিক শিক্ষা পদ্ধতির অধীনে আনতে এবার দিল্লীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধাঁচে পুরস্কুলের পরিকাঠামো ও পঠন-পাঠন পদ্ধতি আমূল পরিবর্তনের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই কলকাতা পুরসভার শিক্ষা দফতরের আধিকারিকরা রওনা দিয়েছেন দিল্লীতে। স্কুলের আমূল সংস্কার এবং পরিকাঠামোকে কীভাবে উন্নয়ন করা যায়, তাই নিয়ে মূলত দিল্লীর আম আদমি পার্টি সরকারের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা জানিয়েছেন, ‘সোমবার কলকাতা পুরসভার শিক্ষা দফতরের তিন আধিকারিকের একটি দল দিল্লীর উদ্দেশে রওনা হয়েছে। আজ এই দল দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে বৈঠকে বসবে।’ জানা গিয়েছে, মূলত যে সমস্ত পুর স্কুল ইংলিশ মিডিয়ামে বদলে যাবে সেখানেই প্রাথমিক স্তরে নয়া কাঠামো ও রীতিনীতি চালু হবে। যার মূল লক্ষ্য, প্রাথমিক স্তর থেকেই শহরের গরিব ঘরের পড়ুয়াদেরও সর্বভারতীয় মানের পঠন-পাঠনের আওতায় নিয়ে আসা।