উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্তরা আদালতে অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই বুলডোজার চালিয়ে তাঁদের বাড়িঘর, দোকান, অফিস ভেঙে দিচ্ছে প্রশাসন। যাঁদের বেশিরভাগই গরিব মানুষ। এবার এই ‘বুলডোজার বিচার’-এ লাগাম পরাতে সুপ্রিম কোর্টে গেল জমিয়তে উলামা-ই-হিন্দ নামে মুসলিমদের সর্বভারতীয় সংগঠনটি। সোমবার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে তারা বলেছে, অপরাধ দমনের নামে বিভিন্ন রাজ্যে চালু হওয়া এমন বিচার বন্ধ করতে হস্তক্ষেপ করুক সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, বুলডোজার অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অপরাধীদের ঘরবাড়ি। বিগত কয়েকমাস যাবৎ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিজেপি সরকার এই অভিযান চালাচ্ছিল। সম্প্রতি তাতে যোগ দিয়েছে গুজরাত। এ নিয়ে প্রতিবাদ, বিতর্ক সামনে এসেছে রাম নবমীর মিছিলে হামলাকারীদের ঘরবাড়ি মধ্যপ্রদেশ ও গুজরাত সরকার ভেঙে দেওয়ায়। সেই অভিযানকে সংবিধান ও আইন বিরুদ্ধ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছে ওই সংগঠন। সংস্থার সভাপতি আরশাদ মাদানি টুইট করে মামলা দায়ের করার কথা জানিয়ে বলেছেন, তাঁরা মনে করেন যে এই বিচার সাংবিধানিক নৈতিকতার পরিপন্থী এবং আইন বিরুদ্ধ। একই সঙ্গে বুলডোজার বিচারকে ভয়ংকর রাজনীতি বলে উল্লেখ করেছেন তিনি।