হাজারও টানাপোড়েনের পর অবশেষে রবিবার বেছে নেওয়া হল ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী। জানা গেছে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ওবিসি ভুক্ত কুর্মি সম্প্রদায়ের নেতা, পাটনের বিধায়ক ৫৭ বছরের ভূপেশ বাঘেল। রায়পুরে বিধায়কদের বৈঠক চলাকালীনই কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে বাঘেলের নাম ঘোষণা করা হয়। আজ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় তিন রাজ্যেই শপথ নিচ্ছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। তিনটি অনুষ্ঠানেই হাজির থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এদিন সকাল ১০টা ১৫ নাগাদ জয়পুরের ঐতিহাসিক অ্যালব্যার্ট হল ময়দানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অশোক গেহলট ও শচীন পাইলট। আবার দুপুর ১টা ১৫তে ভোপালের জামবুরি ময়দানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কমলনাথ। জানা গেছে, আজ আপাতত একাই শপথ নেবেন তিনি। অন্যদিকে, বিকেল ৪টে ৩০-এ রায়পুরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেশ বাঘেল।
রাজস্থানে গেহলটের ও শচীন পাইলটের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এইচ ডি দেবগৌড়া, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, এলজেডির শরদ যাদব, শরদ পাওয়ার এবং টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু প্রমুখ।
তিন রাজ্যে ক্ষমতা দখলকে স্মরণীয় করে রাখতে এবং একইসঙ্গে বিজেপি বিরোধী জোটকে পোক্ত করতে দেশের অন্যতম বিজেপি বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস৷ জানা গেছে, ব্যক্তিগত ভাবে কমলনাথ ও অশোক গেহলটের তরফ থেকে শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছিল মমতার কাছে। কিন্তু আজ তাঁর মায়ের বাৎসরিক অনুষ্ঠান থাকায় উপস্থিত থাকতে পারছেন না তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তাঁর নিজের যাওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে যেতে পারছেন না। তাঁর প্রতিনিধি হিসেবে মধ্যপ্রদেশে কমলনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীনেশ ত্রিবেদী।